পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী চৌয়ালা টেক্সটাইল শিল্প এলাকার ছোট বড় প্রায় ৩০০ ফ্যাক্টরির শ্রমিকরা রোববার সকালে ফ্যাক্টরি বন্ধ করে বিভিন্ন দাবি দাওয়ার জন্য প্রায় কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে নরসিংদীতে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন।
ক্যাপ্টেন রকিব জানান, আন্দোলনরত শ্রমিকরা প্রতিটি কারখানায় অটো সার্কিট ব্রেকার স্থাপন, দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সুব্যবস্থা, আন্দোলনকারী শ্রমিকদের উপর অহেতুক নির্যাতন, মামলা বা হয়রানি না করা, প্রাথমিক চিকিৎসার জন্য একটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, শুক্রবার সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারখানা বন্ধ রাখা এবং সবশেষে নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।
এ সময় তিনি তাৎক্ষণিক নরসিংদীর চোয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন। সভায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মো. মাহফুজ, টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিল্প সমিতির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্থাপিত দাবিসমূহ মালিক সমিতি ও উপস্থিত শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হলে উপস্থিত শ্রমিক জনতা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন এবং তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট দেশ বিনির্মাণে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে। যার মধ্যে সংখ্যালঘু এলাকা ও মন্দির, সকল থানা, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই সমূহ) এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও নরসিংদীতে শ্রমিক অসন্তোষ নিরসন থেকে শুরু করে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর এই ইউনিট অগ্রগণ্য ভূমিকা রাখছে বলে প্রতীয়মান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available