জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সীমান্ত এলাকায় দেশের চলমান পরিস্থিতিতে বসবাস করা সকল সম্প্রদায়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এক সম্প্রীতি সভা সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভূটিয়াপাড়া বিওপির অধিন শালপাড়া আইডিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট রোববার বিকেল পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি ওই সম্প্রীতি সভা, সীমান্তবর্তী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী, দরিদ্র ও অসহায়দের মাঝে সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। তিনি বলেন, আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না, জয়পুরহাটে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আপনাদের জানমাল রক্ষায় ও সাহস জোগাতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছে এবং সব সময় আপনাদের পাশেই থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৪ বিজিবির ভুটিয়াপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহ আলম, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা, জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, কেশবপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি নবিন চন্দ্র রায়, ধলাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবু মাস্টার, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ব্যবসায়ী হারুনুর রশিদ, ছাত্র সমাজের প্রতিনিধি জুয়েল হোসেন, মুকিত হোসেন, আগাইর মন্দিরের পুরোহিত নরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। এসময় বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সভা শেষে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী, সাত জনকে সেলাই মেশিন ও সাত জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ ছাড়াও তিনটি মন্দির সংস্কারের জন্য ৩০ হাজার ও একটি মাদরাসায় ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available