শেরপুর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে একটি শটগান ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা আনসার ভিডিপির সদস্যরা।
১৭ আগস্ট শনিবার রাতে বনবিভাগের কার্যালয়ের গেইটের সামনে ময়লা-আবর্জনার স্তূপের উপর কালো বস্তায় মোড়ানো অবস্থায় ওই শটগান ও কার্তুজটি উদ্ধার করা হয়।
শেরপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে ও সার্কেল অ্যাডজুট্যান্ট রনি সরকারের নেতৃত্বে ৫ জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্তুজসহ শটগানটি উদ্ধার করেন।
পরে কার্তুজসহ অস্ত্রটি তারা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র অষ্টমীতলা অস্ত্রাগারে জমা করেন। ১৮ আগস্ট রোববার দুপুরে সেনাবাহিনীর কাছে উদ্ধারকৃত অস্ত্রটি হস্তান্তর করা হয়।
এর আগে ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার থেকে দুষ্কৃতিকারীরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available