স্টাফ রিপোর্টার, নরসিংদী: র্যাব-১০ থেকে লুট হওয়া ৬০টি অস্ত্র, ৪০০০ রাউন্ড গুলি সেনাবাহিনী উদ্ধা করে র্যাবের নিকট হস্তান্তর করেছে।
আজ ১৯ আগস্ট সোমবার সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন রকমের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী।
র্যাব-১০ এর এএসপি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইন মিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন কেটাঘরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিব, তাহমিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available