খুলনা প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি কলেজ খুলনার প্রিন্সিপাল সৈয়দা রোখসানা খানমের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন শিক্ষার্থীরা।
১৯ আগস্ট সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রিন্সিপাল সৈয়দা রোখসানা খানম স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার এবং অপমান করেন। কোনো ন্যায্য অধিকারের বিষয়ে তার সাথে কথা বলা যায় না। গার্ডিয়ান দেখা করতে আসলে তাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হয় না। স্টুডেন্টদের পরিবার নিয়েও খারাপ মন্তব্য করেন।
কোনো স্টুডেন্ট হঠাৎ করে অসুস্থ হলে সরকারি হাসপাতালের পাশে থাকা সত্ত্বেও তার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন নিয়ম মেনে তারপর ডাক্তার দেখাতে যেতে হয়। ফলে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রিন্সিপালের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available