নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াগাড়ি বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ভাই ভাই স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানের টিনের ছাউনির উপর দিয়ে অল্প অল্প ধোয়া দেখা যায়। তাৎক্ষণিক নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ভিতর থাকা মালামালসহ দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
দোকান মালিক মোস্তাক বলেন, আমি রাত দুইটা পর্যন্ত দোকানেই ছিলাম। দোকানের নিকটে বাসা হওয়ায় বাসায় চলে যাই। পরে খবর পেয়ে এসে দেখি আমার সবই শেষ। নগদ ক্যাশ ছিল প্রায় দেড় লক্ষ টাকা। আর ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কিছুই দোকান থেকে বের করতে পারিনি। কীভাবে এই আগুনের সূত্রপাত হলো আমি বুজতে পারছি না। ঘটনাটি আমি প্রশাসনকে অবহিত করব।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৫টা ৪০ মিনিটে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কীভাবে এই আগুনের সূত্রপাত হলো প্রাথমিকভাবে কোনো ধারণা করা যাচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available