মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অন্তত ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টানা বর্ষণে পাহাড়ি ঢলে ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে ভীষণ কষ্টে রয়েছেন শতাধিক পরিবার।
২০ আগস্ট মঙ্গলবার ভোর থেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, তবলছড়ি, আমতলী, বর্নাল ইউপির সীমান্তবর্তী নিম্নাঞ্চল এলাকার বসতবাড়িতে ফেনী নদীর পানি ঢুকে পড়েছে। পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন তাইন্দংয়ের মাঝপাড়া, বাজার পাড়া, আচালং ডিপি পাড়াসহ অন্যান্য ইউনিয়নের নদী ও ছড়ার পাড়ের হাজার হাজার মানুষ। এ সকল এলাকায় আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে।
ফেনী নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। এমতাবস্থায় উপজেলায় ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দী লোকদের ও পাহাড় ধসের আশঙ্কায় লোকজনকে সরিয়ে নিতে প্রশাসন কাজ শুরু করেছে।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ জানিয়েছেন, পানিবন্দী লোকদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনার এবং পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়া ও সতর্ক করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available