খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় ফুটপাতে লুঙ্গি গামছা বিক্রেতা বাবলু ফারাজি হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানসহ ১২৬ জনের নাম উল্লেখ করে আদালত মামলা হয়েছে। এতে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১৯ আগস্ট সোমবার দুপুরে নিহত বাবলুর ছেলে সুজন মাহমুদ বাদী হয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে এ মামলা করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশনা দিয়েছেন।
আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের দায়িত্বরত পেশকার মতিয়ার হোসেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী, ওসি (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ, এস আই সাহেব আলী, এএসআই আসাদুজ্জামান আসাদ, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মিরপুরের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিন, কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেখাসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
নিহতের ছেলে সুজন মাহমুদের দায়ের করা মামলায় জানা গেছে, ৫৮ বছর বয়সী বাবলু ফারাজি ফুটপাতে লুঙ্গি, গামছা ও বিছানার চাদর বিক্রয় করতেন।
গত ৫ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে শহরের চার রাস্তার মোড়ে অসহযোগ আন্দোলনকারী ও আসামিদের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ও ২ থেকে ২২নং আসামির হুকুমে অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা চালায়।
এ সময় বাবলু ফারাজিকে আন্দোলনকারী ভেবে কুষ্টিয়া মডেল থানায় এস আই সাহেব আলী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে।
এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, একটি মামলা হয়েছে জানতে পেরেছি। তবে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশনা দিয়েছে কিনা এ বিষয়ে এখনো কোনো কাগজ হাতে পাইনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available