রংপুর ব্যুরো: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলামকে দু’ঘণ্টা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন পদোন্নতি বঞ্চিত রংপুর বিভাগের উপ-সহকারী প্রকৌশলীরা।
২০ আগস্ট মঙ্গলবার বেলা ১২টার ও বিকেলে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক রংপুর প্রধান কার্যালয়ে আসলে উপ-সহকারী প্রকৌশলীরা বিক্ষোভ করে ব্যবস্থাপনা পরিচালককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে দুপুরে ও বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নেসকো কার্যালয়ে ছুটে আসেন। নেসকো মিলনায়তনে ব্যবস্থাপনা পরিচালক ও পদ বঞ্চিত কর্মকর্তাদের উপস্থিতিতে কোন অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা না করার অনুরোধ জানায় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাসুদ। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক সেনাবাহিনীর সহযোগিতা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। পরে সেনাবাহিনী কর্মকর্তারা বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়ে তাৎক্ষণিক চলে যান। পরবর্তীতে দীর্ঘ আলোচনার পর পদোন্নতি বঞ্চিত রংপুর বিভাগের ৬৫ জন উপ-সহকারী প্রকৌশলীর পদোন্নতি প্রদানের আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক।
রংপুর ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী বলেন, সহকারী প্রকৌশলীদের পদোন্নতি প্রদান করা হলেও উপ-সহকারী প্রকৌশলীদের দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রদান করা হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে এমডি’র কাছে আমাদের পদোন্নতির বিষয় জানতে চেয়েছি। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে নেসকো’র ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এদিকে নেসকো’র এমডি অবরুদ্ধ হওয়ার ঘটনায় জানতে পেরে আন্দোলনরত পিচরেট কর্মচারীরা রংপুর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে পিচরেট কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের বিষয়ে আলোচনার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে নেসকো রংপুর-রাজশাহী বিভাগের পিচরেট কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এতে নেসকোর সার্কেল-১ ও সার্কেল-৩ এর আওতাধীন সাড়ে ৪’শ কর্মচারী অংশ নেন। পিচরেট ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, পিচরেট কর্মচারী আব্দুর রাজ্জাক, মো. মাকছুদুল আলম জিয়ন, মো. লেলিন, মো. আলাউদ্দিনসহ অন্যরা। বক্তারা বলেন, পিচরেট কর্মচারীরা বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রাণ। তারা প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ে নিরসলভাবে কাজ করে যান। অথচ কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকুরি করলেও তা স্থায়ীকরণ করা হয়নি।
এর আগে কর্মকর্তারা আশ্বাস দিয়েও তাদের কথা বাস্তবায়ন করেনি। এজন্য চাকুরি স্থায়ীকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনে নেমেছে কর্মচারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available