কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, তার ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ, ছোট ভাই মো. মাসুদসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২শত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যুবক রুবেলকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
২০ আগস্ট মঙ্গলবার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে নিহত রুবেলের চাচাত ভাই মো. আবুল কাশেম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মো. কামাল হোসেন অভিযোগটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে দেবিদ্বার নিউ মার্কেট ও আশ পাশের এলাকায় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ গুলি চালানোর নির্দেশে দিয়ে নিজেরাও বিক্ষোভ মিছিলে গুলি চলান। এ সময় অন্য আসামিরা ঘটনাস্থলে বোমা, ককটেল নিক্ষেপসহ ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই গুলিবিব্ধ হয়ে রুবেল মারা যান। আহত হয় আরও অর্ধশতাধিক।
হামলার অভিযোগে মামলায় আরও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল কাইয়ুম, উপজেলা মাহলা ভাইস চেয়ারম্যান শাহীনুর লিপি, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, হাজী জসিম, মোকবল হোসেন মুকুল, হাজী জালাল, শাহজাহান, পৌর কাউন্সিলর বাহির মোল্লাসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ শত জনকে আসামি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available