• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে মেহেদি হত্যার ঘটনায় হাসিনা কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা

২১ আগস্ট ২০২৪ সকাল ০৯:১৯:১৪

জয়পুরহাটে মেহেদি হত্যার ঘটনায় হাসিনা কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ লগ্নে মেহেদি হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদুসহ ২১৭ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

২০ আগস্ট মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত মেহেদি হাসানের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও জনপ্রতিনিধিসহ ২১৭ জন।

জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য জয়পুরহাট সদর থানায় নির্দেশ প্রেরণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষে সন্ধ্যা ৭টার দিকে অসংখ্য ছাত্র জনতা জয়পুরহাট থানার সামনে অবস্থান করলে এক পর্যায়ে সংঘর্ষে মেহেদি হাসানের মৃত্যু হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির সংবাদ মাধ্যশকে মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫