বরিশাল প্রতিনিধি: আজ ২১ আগস্ট বুধবার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর শাখা স্বেচ্ছাসেবক দল। মূলত উনিশে আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী আজ একুশে আগস্ট বুধবার দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এই সংগঠন।
১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নদীর তীরে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শুভ যাত্রা শুরু করেন।
দেশের মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা এবং যেকোনো দুর্যোগে জনগণকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল বিএনপির অঙ্গ সংগঠন ‘স্বেচ্ছাসেবক সংগঠন’, যা পরে ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ নামে পরিচিতি পায়।
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১২টায় উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রবিনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহমুদ খান, বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম সিপন, ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available