• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

২১ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৪৬:১২

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (পিএলসি) গণমাধ্যমগুলোর অফিসসহ মিডিয়া হাউসগুলোতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

২১ আগস্ট বুধবার বেলা ১২টায় বৈরী আবহাওয়ার মধ্যে নবীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে নবীনগর প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন সঞ্চালনা করেন কালেরকণ্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি মো. মাজেদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মানবজমিন পত্রিকার সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমকালের প্রতিনিধি মাহবুব আলম লিটন, প্রেস ক্লাব সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, নয়া দিগন্তের প্রতিনিধি জালাল উদ্দিন মনির, মডেল প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি আবু কাউছার ও দৈনিক কালবেলার প্রতিনিধি শাহানূর খান আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, দৈনিক বাংলা টিভির প্রতিনিধি জামাল হোসেন পান্না, যুগান্তরের প্রতিনিধি সাফিউল আলম, আমার সময়ের প্রতিনিধি সাধন সাহা জয়, বিবি নিউজের সম্পাদক মাহবুব মোর্শেদ, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক দিন পরিবর্তনের প্রতিনিধি মাহাবুবুর রহমান, দৈনিক শিরোমনির প্রতিনিধি আল-আমিন, শুভ সংঘ নবীনগরের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মাদকমুক্ত নবীনগর চাই সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কালেরকণ্ঠ, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওসহ গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানান। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫