• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষার্থীকে হত্যাচেষ্টা: কুষ্টিয়ায় আ. লীগ-সাংবাদিকসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

২১ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৪:০০

শিক্ষার্থীকে হত্যাচেষ্টা: কুষ্টিয়ায় আ. লীগ-সাংবাদিকসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তামিম (১৬) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাংবাদিকসহ মোট ৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৩৫/৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

২০ আগস্ট মঙ্গলবার সকালে তামিমের মা ফারজানা ইয়াছমিন কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। তিনি জানান, সাংবাদিকদের নামে মামলা হয়েছে সে বিষয়টি তিনি জানেন না। পরে জানার পরে সাংবাদিকদের নামে থানায় মামলা তুলতে গেলে ততক্ষণে মামলাটি এন্টি হয়ে কোর্টে চলে যায়।

এজাহারে উল্লিখিত অন্য আসামিরা হলেন- শেখ আহমেদ কৌশিক (বিষ্ণু) (৪০), মিলন মন্ডল (৪৫), রাশেদুল ইসলাম বিপ্লব (৪৯), মাহমুদ হাসান (৩৫), রুহুল আমীন মুরাদ (৪০), আফরোজা আক্তার ডিউ (৪৬), ইসরাত জাহান প্রকৃতি (২৪), আব্দুর রাজ্জাক রাজু (৫০), কামরুজ্জামান নাহিদ (৪০), আবু সাঈদ টুটুল (৩৯), আমিনুর রহমান পল্লব (৩৫), মানব চাকী (৩২), এস. এম. ওলিদুজ্জামান শুভ (৩০), ফেরদৌস হাসান ইমন (২৬), শহীদুল ইসলাম মিন্টু (৫০), সাবিনা খাতুন (৪০), আখি আক্তার (২২), রেমন (২৯), হাসিব কুরাইশি (৩০), বনি আমীন (৩০), হাসানুল আসকার হাসু (৫০), ইমরান হোসেন দোলন (৪৭), হাফিজুর রহমান জীবন (৩৬), নান্টু ডাক্তার (৩৫), ইমন হোসেন (২৪), শেখ হাফিজ চ্যালেঞ্জ (৩০), হেদায়েত মোল্লা (৩৭), টগর মোল্লা (৩৯), আল আবীর বাপ্পী (২৩), কুটু (৩০), রাকিবুল ইসলাম রাকিব (৩৮), এজাজ মোহাম্মদ অনি (৩৫), রাকিব (৩৫), এটিএম রুহুল আজম (৩৮), অন্তর (৩০), নাসির উদ্দীন (৩৫), সুরঞ্জন ঘোষ (৪০), সালমান শাহরিয়ার রাজু (৩৮), এফ. সি. রিপন (৩৫), অজয় সুরেখা, তপন (২৯), জাহিদুজ্জামান জাহিদ (৫০), জাহাঙ্গীর খাঁন (৫০), রায়হানুল হক, ইয়াসির আরাফাত তুষার (৩৫), রবিউল ইসলাম (৪৮), আতিকুজ্জামান ছন্দ (৩৬), পপি জামান (২৬), জান্নাতুল ফেরদৌস (২৮), আব্দুর আলীম (হালিম) (৪৭), রনি খান (৪৫), নান্টু (৪৫), তরিকুল ইসলাম টরিক (১৬), শাকিল (১৯), জেবুন্নেসা সবুজ (৪৫), আলী মোর্তজা খসরু (৪০), অমি (৩৬), সালাম (৩২), বাবুল (৩৮), বাবু (৩৮), নুরুজ্জামান জনি (৪০), জয়নাল (৩০), শশী (৩৫), আপন আহমেদ বাঁধন, মীর অভি (২৭), মানজিয়ার চঞ্চল (৪৭), আদলু বিশ্বাস (৪৫), আক্তার হোসেন (৪০), সুজন আলী (৩০), মাহাবুবুর রহমান টিপু (৫০), জিয়াউল হক জিয়া, আকলী (৪২), শাহিন কমিশনার (৪২), তুহিন কান্তি চাকী (২৭), উজ্জল শেখ (৪২) ও আরিফ বিল্লা অন্নম (২৭)।

সাংবাদিক নেতারা বলছে, একটি অসাধুচক্র বিভিন্ন মামলায় সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক নাম দিয়ে মামলা করাচ্ছে। এটি খুবই দুঃখজনক। স্বাধীন গণমাধ্যমকে ধ্বংস করার জন্যই এই ধরনের চক্রান্ত করছে। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, তামিম হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫