রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকার শিক্ষার্থী রোমান মিয়াকে (১৭) গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের খালা রিনা বেগম।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা রিনা বেগমের করা রূপগঞ্জ থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, তার বোনের ছেলে রোমান মিয়া (১৭) নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে চনপাড়া মেইন রোডের জনকল্যাণ স্কুলের সামনে পৌঁছালে ২০নং আসামি শমসেরসহ তার সহযোগী শাহাবুদ্দিন, জয়নাল আবেদীন বাকি ৪৬ জনের মধ্যে কারো হুকুমে এবং উপস্থিতিতে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এজাহার সূত্রে মামলার অভিযুক্তরা হলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা (৪৪), গাজীর পিএস এমদাদুল হক দাদুল (৪৪), সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব (৫৫), মো. ফিরোজ ভূইয়া (৫০), তার পিএস কামরুজ্জামান হিরা (৫২), পিএস এহসানুল হক কংকন (৪৫), রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (৪৫), মোস্তাফিজুর রহমান শাহীন (৪৫), আরিফুল ইসলাম ভূইয়া দুলাল, সাকিব হোসেন খন্দকার, তোফায়েল আহাম্মেদ আলমাছ, জায়েদ আলী, নূরুল ইসলাম জাহাঙ্গীর, শেখ ফরিদ মাসুম, তানজির আহম্মেদ খান রিয়াজ, শমসের আলী খান, শাহাবুদ্দিন, জয়নাল, সেলিনা আক্তার রিতা, ফাহাদ আহাম্মেদ শাওন, শহিদুল ইসলাম আগুন, রবিন, স্বপন বেপারী, সাইজুদ্দিন, নাজমুল, সোহেল, মো. আলী, রাব্বি, রাজীব, উজ্জল, ফারুক ওরফে ফেন্সি ফারুক, কাবিলা, শাকিল, হেলাল, ফারুক প্রধান, আল আমিন, সায়েম, জামাল হোসেন কুট্রি ওরফে বোমা কুট্রি, সায়েম, সাব্বিরসহ অজ্ঞাত আরও ৬০ জন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জোবায়ের হোসেন বলেন, মামলাটির তদন্ত চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available