• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে অটোরিকশা চালকদের জিম্মি করে তোলা হচ্ছে চাঁদা

২২ আগস্ট ২০২৪ সকাল ০৮:৪০:১০

নেছারাবাদে অটোরিকশা চালকদের জিম্মি করে তোলা হচ্ছে চাঁদা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের জিম্মি করে একটি মহলের চাঁদা উঠানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রিকশাচালকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অটোরিকশা চালকদের দাবি, অটোরিকশা শ্রমিক সমিতি নামে একাধিক সংগঠন করে তাদের কাছ থেকে প্রতিদিন চাঁদা তুলে নিচ্ছে একটি চক্র। তাদের নির্ধারিত টাকা না দিলে বাজারে ও বিভিন্ন রুটে গাড়ি চালাতে দেয়া হয় না। এ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিয়ারহাট বাজার থেকে ডুবি বাজার ও পঞ্চবেকী বাজারে প্রায় এক হাজার, নান্দুহার বাজারে তিনশ’, ইন্দুরহাট থেকে কলাখালী ট্রলার ঘাট পর্যন্ত বারোশ’, স্বরূপকাঠি থেকে কাউখালী ফেরিঘাট ছয়শ’, জগন্নাথ কাঠি বাজার থেকে আটঘর কুড়িয়ানা পর্যন্ত চারশ’ অটোরিকশা চলাচল করে। প্রতিটি অটোরিকশা থেকে দৈনিক দশ টাকা করে চাঁদা নিচ্ছে।

অটোচালক সুজন সুতার জানান, একটি নতুন অটোরিকশা রোডে নামাতে হলে কমিটিকে পাঁচ হাজার টাকা অগ্রিম দিতে হয়। প্রতিবছর পাঁচশত টাকা জমা দিয়ে রিনিউ করতে হয়। টাকা জমা না দিলে লাইনে অটোগাড়ি চালানো যায় না। এছাড়াও কোনো অটো গাড়িতে যদি দুর্ঘটনা ঘটে এর দায় দায়িত্ব কোনো সমিতি নিতে চায় না। টাকাগুলো সমিতির নামে জমা হয় না। কোনো আয়-ব্যয়ের হিসাব এবং মাসিক মিটিংয়েরও ব্যবস্থা নেই।

মিয়ারহাট বাজারের ব্যবসায়ী মিলন মজুমদার বলেন, অটোরিকশাগুলোর জন্য বাজারে চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। দোকানের সামনে ও বাজারে যত্রতত্র অটোরিক্সাগুলো রাখে যার ফলে মানুষের চলাচল বিঘ্ন হয় এমন কি যানজটের সৃষ্টি হয়। এই অভিযোগ বাজার কমিটিকে একাধিকবার জানালেও কোন সুফল পাওয়া যায়নি।

স্বরূপকাঠি অটোরিকশা সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, রিকশাচালকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক সমিতি গঠন করা হয়েছে। আমার সমিতির হিসেব-নিকেশ সম্পূর্ণ ঠিক আছে। অন্যান্য সমিতির খবর সম্পর্কে আমার জানা নেই। তবে যে টাকাগুলো আমরা উঠাই সে টাকা রিকশাচালকদের পিছনেই খরচ করা হয়।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই অটোরিকশা চলাচলের বৈধ কোনো পারমিশন নেই। দেশব্যাপী এগুলো এভাবেই চলাচল করে আসছে। অটোরিকশা চালকদের কাছ থেকে যে টাকা নিচ্ছে সেটা ঠিক না। খোঁজ নিয়ে এর সত্যতা পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০