খাগড়াছড়ি প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারো বির্পযয়ের মুখে খাগড়াছড়ি। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত। সাম্প্রতিককালে খাগড়াছড়ি শহর না ডুবলেও ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতের সেই রেকর্ডও ভেঙে ডুবেছে শহর নগর সর্বত্র। শহরের ভেতরে প্রবেশ করছে বন্যার পানি।
সকাল থেকে শহরের শহিদ কাদের সড়ক, রুখোই চৌধুরি পাড়া, আদালত সড়ক, মাস্টারপাড়া, মুসলিম পাড়া, মিলনপুর, বায়তুশরফসহ খাগড়াছড়ি পৌর শহরের প্রায় সড়ক এখন পানির নিচে অবস্থান করছে। জেলা সদরের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দি।
২১ আগস্ট বুধবার পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের আশ্রয়কেন্দ্র থেকে আসা পরিবার কেন্দ্রগুলো বাড়ি ফিরেছিল। তবে বৃহস্পতিবার ভোর থেকে পুনরায় বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।
পাহাড়ি ঢলের কারণে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার মেরুং, বোয়ালখালি ও কবাখালি ইউনিয়নের ৫০ গ্রাম প্ল্যাবিত হয়। বন্যায় পানিতে ডুবে গেছে সড়ক, কৃষি জমি ও পুকুর। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পরে দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ।
সকাল থেকে খাগড়াছড়ি বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে পরির্দশন করছেন এবং পানিবন্দি মানুষগুলোকে নিরাপদে নিয়ে আসছেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
টানা এক সপ্তাহের বৃষ্টি আর নদীর পানি বেড়ে পৌরসভার গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরি পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল, শান্তিনগর, মুসলিম পাড়া পুরোপুরি পানির নিচে। কেবল খাগড়াছড়ি সদরের ৩ হাজারের মতো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেকেই আবার আশ্রয় কেন্দ্রে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available