পিরোজপুর প্রতিনিধি: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা।
২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসেসিয়েশন, পিরোজপুরের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসেসিয়েশন পিরোজপুরের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপ্রভা সাহা, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মন্ডল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা আফরোজ, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার প্রমুখ।
এসময় নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারে না। আমরা ৩০ থেকে ৩৫ জন নকল নবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা কোন সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার হাজার টাকা দলিল লিখে পাই। কিন্তু আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। ব্রিটিশ আমল থেকে নকল নবিশরা একইভাবে চলে আসছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই।
তারা বলেন, আমাদের দাবি আদায় না হলে আগামী রোববার ২৫ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available