• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আহত মাদ্রাসা শিক্ষার্থী সুমন মারা গেছেন

২৩ আগস্ট ২০২৪ সকাল ১১:৫৪:২১

নরসিংদীতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আহত মাদ্রাসা শিক্ষার্থী সুমন মারা গেছেন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত দশম শ্রেণির ছাত্র মো. সুমন মিয়া (২০) মারা গেছেন। আজ ২৩ আগস্ট শুক্রবার সকাল ৭টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তিনি ইন্তেকাল করেন। টানা ৩২ দিন চিকিৎসাধীন থেকে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে সুমনের। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই জুলহাস মিয়া।

নিহত সুমন মিয়া মাধবদী পৌর শহরের সিদ্দিক নগরে মৃত হাসান আলীর ছেলে ও মাধবদী জলপট্টি দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহত সুমনের ভাই জুলহাস মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই আমার ভাই অংশগ্রহণ করে। বারবার ওকে আটকানোর চেষ্টা করলেও ঘরে রাখতে পারিনি। আন্দোলন চলাকালে মাধবদী থানার সামনে গত ২২ জুলাই আমার ভাই পিঠে একটি গুলি খায়। এর পরই তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সুমন। পরবর্তী তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে আমার ভাইটা সেখানেই মারা যায়। তার লাশ নিয়ে কিছুক্ষণ পরে নরসিংদীতে ফিরবো।’

জুলহাস বলেন, ‘আমাদের বাবা নেই। তাই পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করে সংসারে সাহায্য করতো সুমন। মাকে নিয়ে মাধবদীর সিদ্দিক নগরে ৩ হাজার টাকার ভাড়া বাসায় থাকত। এই পরিশ্রমী ছোট্ট ভাইটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার পরিবারের। ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই হারিয়ে কতটুকু কষ্ট পাচ্ছি। আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫