কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। আজ ২৩ আগস্ট শুক্রবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকার কারণে শ্রমিকরা আন্দোলনে নামেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে।
শ্রমিকেরা জানতে পারেন যে শুক্রবার কারখানা বন্ধ থাকার সুযোগে মালিকপক্ষ গোপনে কারখানার মেশিনপত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল। এই খবর পাওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায় এবং তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেন। মেশিনপত্র সরানোর এই চেষ্টা শ্রমিকদের মধ্যে সন্দেহ ও হতাশা তৈরি করে। তারা আশঙ্কা করেন যে, বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই ঘটনার পর শ্রমিকরা আরও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য গত ২০ আগস্ট মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা বললেও পরে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠেছে। তাই, শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস বা সমাধান না পেয়ে শ্রমিকরা বারবার আন্দোলনের পথ বেছে নিচ্ছেন।
শ্রমিকরা জানান, যথাসময়ে বেতন পরিশোধ না করলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। তারা স্পষ্টভাবে জানান, বকেয়া বেতন পরিশোধ না হলে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কারখানার কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
শ্রমিকরা দাবি করেন, দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে তারা চরম অর্থনৈতিক সংকটে আছেন। তাই তাদের ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। যদি কর্তৃপক্ষ দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা না করে, তবে তারা মহাসড়ক অবরোধসহ আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available