লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির লংগদু উপজেলার বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিপাকে পড়েছে কৃষক ও পশু পালনকারী খামারিরা।
আটারকছড়া, মাইনী, লংগদু ইউনিয়ন এসকল অঞ্চলের মানুষের জনজীবন বিপাকে পড়ায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, প্লাবিত অঞ্চল পরিদর্শন করে খোঁজ খবর নেন। এসসয় পাহাড়ি বাঙ্গালি দেড়শতাধিক সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলের জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয় এবং জনগণের জান মাল নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকার আশ্বাস দেন।
যথা সময়ে সেনাবাহিনীর এমন মহৎ সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available