টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) আয়োজনে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯টায় সন্তোষ ভাসানী বাড়ি থেকে ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী ও ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সন্তোষ বাজার প্রদক্ষিণ করে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশকে কখনও বন্ধু রাষ্ট্র মনে করেনি, তারা বাংলাদেশের একটি বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে তাদের দিয়ে এই বাংলাদেশকে শোষণ করতে চেয়েছে, এই বাংলাদেশকে আরেকটি সিকিম করতে চেয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা সেই চক্রান্ত রুখে দিয়েছে। বক্তারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতের পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ন্যাপ ভাসানীর নেতা-নেত্রীবৃন্দ ও মওলানা ভাসানীর ভক্ত-মুরিদগণ অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available