সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: গ্যাস সিল্ডারের নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২৩ আগস্ট শুক্রবার বিকেলে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি পূর্ব পাড়া গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতালে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে মো. ইমন ও আরজু নামের দুইজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান জানান, ‘ছাতারপাইয়া বাজারের সফিকের দোকানে অতিরিক্ত দামে গ্যাস সিল্ডার বিক্রির ঘটনা নিয়ে শুক্রবার দুপুরে কয়েকজন ছাত্রের সাথে কথাকাটি হয়। এর জের ধরে বিকেলে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমার দোকানসহ দুইটি দোকানে অগ্নিসংযোগ ও সাফিয়া সোবাহান নামের একটি প্রাইভেট হাসপাতাল হ অন্তত বিশটি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।’
ঘটনাস্থলে অবস্থান করা সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available