শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: টানা বর্ষণে শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে। অনেকেই পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।
শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে সুচিপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের অনেক গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অনেকেই পানি বন্দি হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শাক-সবজির ফলন নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য খামারিরা। লাখ লাখ টাকার মাছের খামার তলিয়ে গেছে, ভেসে গেছে খামারের সকল মাছ। ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন এই উপজেলার মৎস্য চাষিরা।
ইতোমধ্যে সুচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে ১২টি পরিবার, খিলা বাজার স্কুল এন্ড কলেজে ১৫টি পরিবার, উনকিলা উচ্চ বিদ্যালয় ৩০টি পরিবার, বেরনাইয়া উচ্চ বিদ্যালয় ১৫টি পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতরা আশ্রয় নিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। এদিকে শাহরাস্তি পৌর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছি। পানি বন্দি হয়ে পড়েছে বহু লোকজন। অপরিকল্পিত মাটি ভরাট ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে অনেকেই জানান ফেনী ও কুমিল্লা অঞ্চলের পানির চাপে শাহরাস্তির বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
এদিকে বন্যার মধ্যে সুতা ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। মাছের খামার রক্ষা করতে মৎস্য চাষিরা জাল কিনতে ভিড় জমাচ্ছেন। এছাড়াও মাছ শিকারিরা লাইন ধরে ছল ও লাইট ক্রয় করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available