মো. রাসেল হোসেন, (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ৩টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড (পশ্চিম জোন)।
৩১ মার্চ শুক্রবার রাত ২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা শ্যামনগরের পার্শ্বেমারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ী আজিজুল হককে (২৭) আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ী শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার লিয়াকত গাজীর পুত্র।
কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার লেফটেন্যান্ট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগরের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক, ১ টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি দেশিয় দাঁ ও ১ টি রডসহ অস্ত্র ব্যবসায়ী আজিজুল হককে (২৭) আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, তিনি ২০১৮ সালে আত্মসমর্পনকারী ডাকাত মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে সুন্দরবন এলাকায় ডাকাতি করতেন।
জব্দ হওয়া অস্ত্রসহ আটক আজিজুল হককে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available