চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। ২৪ আগস্ট শনিবার দুপুরে পৌর এলাকার একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।
আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ১৬ বছর আগে দেশে গণতন্ত্রের নামে এক দলীয় শাসন ব্যবস্থা শুরু হয়েছিলো। দেশের সকল সেক্টরে ছিল দলীয়করণের দৃশ্যমান চিত্র। তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল সমাজ, লেখক কেউই এর বাইরে ছিল না। সরকারের যৌক্তিক সমালোচনা করার সাহসও কারো ছিল না। আর যারা তা দেখিয়েছে তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে একপেশে করা হয়েছিল।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, জেলা ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক, সহ সেক্রেটারি আবুল হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available