নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের মানুষের মন জগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামীতে কঠিন হবে বলে মন্তব্য করেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি। ২৪ আগস্ট শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনাও নয় তার পরিবারও নয়। এ বিশ্বাস কিন্তু বিএনপিকে রাখতে হবে। ওই যে বিতাড়িত স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে। আমাদেরকেও পরিবর্তন হতে হবে। আমরা আবার সে দিকে চলতে পারব?
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, আপনারা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান, তাহলে ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের আজকে যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে। যে নূতন সূর্য উঠেছে বাংলাদেশে। সেটাকে মাথায় রাখতে হবে।
আওয়ামী লীগ সরকারের প্রতি তিনি অভিযোগ তুলে বলেন, চোখ, কান খোলা রাখতে হবে। এই ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনার সহযোগী ও তার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তারা বসে নেই। আপনারা ভুল করবেন, তারা কিন্তু ভুলের সুযোগ নিয়ে ফিরে আসার চেষ্টা করবে। এজন্য ভুল করা যাবে না।
সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। সার্বিক কার্যক্রমে দলের অন্যান্য সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, যুবদলের সভাপতি, সম্পাদক, সেচ্ছাসেবক দল সভাপতি সাবের আহমেদ, কৃষক দলভিপি পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available