লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বন্যার সার্বিক পরিস্থিতি অননতির দিকেই রয়েছে। জেলার রামগতি কমলনগর, সদর, রামগঞ্জ, রায়পুরসহ সকল জেলায় পানিবন্দি সাত লাখ মানুষ । পৌরসভার আশপাশসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে।
কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পর্যন্ত পানি। অনেকেই ঘর ছেড়ে বাহিরে অবস্থান করছেন, আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং আশ্রয় কেন্দ্রে । আবার কেউ কেউ ঘরের ভিতরে জলের মধ্যেই বসবাস করছেন।
এদিকে বন্যায় লক্ষ্মীপুরে সাপের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক দিনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সাপে কামড়ে ৬৫ জন আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ সকল সাপে আক্রান্ত ব্যক্তিরা।
২৫ আগস্ট রোববার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সাপে কামড় রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, সদর হাসপাতালে কয়েকদিনে ৬৩ জন সাপে কামাড়ানো রোগী এসেছেন। এরমধ্যে দুই দিনে ১০ জন চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে কয়েকজন রোগীকে বিষাক্ত সাপেও কামড় দিয়েছে। আবার অনেকেই চিকিৎসাধীন রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available