লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: দেশ রক্ষায় মানুষের সেবায় জীবন দিয়ে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের এই করুন অবস্থায় প্রতিনিয়ত মানুষের সেবায় জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে এগিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা।
টানা দুই সপ্তাহের ভারি বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে লংগদু উপজেলার বেশ কয়েকটি এলাকা। এমনও হয়েছে, প্রশাসনের নির্ধারণ করা আশ্রয় কেন্দ্রও তলিয়ে গেছে এখানে। ক্ষতি হয়েছে অনেক কৃষকের স্বপ্ন। তচনচ হয়েছে তিলে তিলে গড়া নিজেদের বানানো কুঁড়ে ঘর।
মানুষের এমন করুন ও দুর্দিনের অবস্থার কথা চিন্তা করে প্রতিনিয়ত খাদ্য সামগ্রী, ওষুধ ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। তারই ধারাবাহিকতায় আজও মাইনীর প্লাবিত এলাকায় ওষুধ, রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী।
রান্না করা খাবার হাতে পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, আমরা দুর্যোগ পরিস্থিতিতে রান্না করে খাবো এমন পরিস্থিতি নাই। সেনাবাহিনীর দেওয়া রান্না করা খাবার আমাদের বড় উপকার হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে আমাদের।
লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সেনাবাহিনী দেশ ও দেশের মানুষের তরে আছেন এবং থাকবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available