• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের প্রভাবে চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ

২৫ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৪:৫৬

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের প্রভাবে চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয়দিকে কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২টি ফেরি নদীতে স্রোতের কারণে ২৫ আগস্ট রোববার সকাল ৮টা হতে বন্ধ রয়েছে। ফলে রাঙামাটি থেকে বান্দরবান-রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়িগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

রোববার দুপুর ২টায় এই প্রদিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়। এসময় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ অনেক জানান, রোববার সকাল হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবার কেউ কেউ জানান, গতকাল শনিবার সন্ধ্যা হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এসময় চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকায় কথা হয়, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমার সাথে। তিনি বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে রোববার সকালে পানি ছাড়ার ফলে পানির স্রোত বেড়ে যায়, যার ফলে ফেরি চলাচল নিরাপদ নয়। বিধায় কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকা়ল ৮টা থেকে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫