মো.সারুয়ার হাজারী, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আঁধারে যুবদল নেতাকে ১০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তিনি উপজেলা খাটিংগা ভুটাং বাড়ীর কাজী তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাদক কারবারের মূল হোতা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।
জানা যায়, গত ২৪ মার্চ রাত ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের লামাখাটিংগা এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (৪০) ও তার টিমের ৫ জনকে আটক করেছেন বিজয়নগর থানা পুলিশ। এ সময় টিমটির অন্যন্য সদস্যরা পালিয়ে যায়।
যুবদল নেতা আটকের ঘটনায় উপজেলায় বিএনপির নেতাদের মনে নানা গঞ্জনা শুনা যাচ্ছে। এ ঘটনায় যুবদল নেতার ভাই, বিএনপি নেতা ও সাবেক মেম্বার শফিকুল ইসলাম পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইমাম হোসেন জানান, সে আগে উপজেলা যুবদলের সদস্য সচিব ছিল। বর্তমানে কোনও পদ-পদবীতে নেই। তার বিষয় উপজেলা বিএনপির কোনও মাথা ব্যথা নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available