ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত মহেশ চন্দ্র সরকারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি-অনিয়ম ও নিয়োগ বাণিজ্য অপকর্ম উল্লেখ করে প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ এবং অপসারণের দাবিতে লিখছি অভিযোগ দিয়েছে ছাত্র সমাজ।
২৫ আগস্ট রোববার সকালে উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাজার ঘুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী ফারহান টি নাজমুল, মো. শান্ত, মো. আলমগীর, মো. রাসেল, মো. মাইনুল, সোহাগ প্রমুখ।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য, নকল সনদ সরবরাহসহ একাধিক অভিযোগ দায়ের করেছে ছাত্র সমাজ।
সাবেক শিক্ষার্থী ফারহান টি নাজমুল জানান, মহেশ চন্দ্র সরকারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে আবার আন্দোলন চলবে।
ছাত্র সমাজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিলে ইটনা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সবার উদ্দেশ্যে বলেন, আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন। এইবার আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এইসব বিষয়ে ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসসহ ঊর্ধ্বতন অফিসে কথা বলা হয়েছে। কিন্তু আমাদের কাছে শিক্ষা বোর্ড থেকে একটা নির্দেশনা এসেছে জোর পূর্বক কাউকে পদত্যাগ করানো যাবে না, যেটা করতে হবে যথাযথ আইনি পদক্ষেপে।
এরপর উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে ছাত্র সমাজ আন্দোলন স্থগিত করে উপজেলা থেকে বের হয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available