পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর নেছারাবাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, এতদিন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের যারাই রাজনীতি করেছে তাদের মুখে দাড়ি-গোঁফ থাকলেই রাজাকার, তাদের সন্তানরা হয়ে যেত রাজাকারের বাচ্চা। আমরা মুসলমানরা সবাই কি রাজাকার ছিলাম? আমরা দল-মত-বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করছি। আমরা হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই। সবাই এ দেশের নাগরিক, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই।
২৫ আগস্ট রোববার সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বলদিয়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা ব্যতীত অন্য কেউ হামলা করেনি। তারা হিন্দুদের মন্দিরে ও বাড়িতে হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপিয়ে দিতে চায়। আপনারা সবাই সতর্ক থাকবেন, যাতে বাংলার মাটিতে দুর্বৃত্তরা কোনো স্থান না পায়। হিন্দু সম্প্রদায় এরাও এ দেশের নাগরিক, তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে।
বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মো. এনামুল হক রতনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রিয়াদুল ইসলামের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী তাওহিদুল ইসলাম, আতিকুল ইসলাম লিটু, স্বরূপকাঠি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান, সেলিম রেজা, মাহমুদুল হাসান বাবু, সোহেল মৃধা, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তপু রায়হান, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available