স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ৮ শহিদ পরিবারকে ২ লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করেছে।
২৫ আগস্ট রোববার বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে এই অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার এই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে জালিম সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র-জনতার ত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ন রাখা যায়, সেজন্য সকলকে সুচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা আমির জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শফিউদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রীপুর এলাকায় শহীদ হওয়া হাফেজ শরিফুল, জাহাঙ্গীর আলম, সবুজ মিয়া, সিফাত উল্লাহ, কাওসার, আবু সুফিয়ান, রতন মিয়া ও আব্দুর রহমানের পরিবারকে এ অর্থ প্রদান করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available