• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনা আওয়ামী লীগের সভাপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

২৬ আগস্ট ২০২৪ রাত ০৮:২৩:৩২

ইটনা আওয়ামী লীগের সভাপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২৫ আগস্ট রোববার রাতে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার সমর্থক মো. হারুন মিয়া মোটরসাইকেল মার্কার প্রচারণা শেষে ২৫ মে বাড়িতে ফেরার পথে উল্লিখিত আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ককটেল ইত্যাদি নিয়ে অতর্কিত হামলা চালায়। যার প্রেক্ষিতে মো. হারুন মিয়া বাদী হয়ে ইটনা থানায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন‌।

মামলায় চৌধুরী কামরুল হাসান ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন, বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান, জয়সিদ্দি ইউনিয়নের মদিরগাও গ্রামের ফারুক মিয়া, মদিরগাও গ্রামের মো. কামরুল হাসান, ওয়ারা গ্রামের নুরু মিয়া, জয়সিদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হাই, ধনপুর ইউনিয়নের কাঠরই গ্রামের শৈলেন চন্দ্র দাস, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ নেতা এনায়েত কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু তালেব এবং মো. ইকবাল সহ ২৫ জন এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রব্বানী এইসব তথ্য নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০