• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতখানে মৎস্য ভিজিএফর চাল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩:৩৯

দৌলতখানে মৎস্য ভিজিএফর চাল নিয়ে দু’পক্ষের  সংঘর্ষ,  আহত ১০

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে  মৎস্য ভিজিএফ’র চাল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১ এপ্রিল শনিবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার চরপাতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষে  দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতরা হলেন- রুবেল বীর, গিয়াসউদ্দিন, মোঃ মনির, ইমরান  হোসেন, সবুজ, মোঃ ইউছুফ, কবির বীর ও হাসিম। আহতদের  মধ্যে ৫ জন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ।  

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার  সকালে ইউনিয়ন পরিষদে জেলেদের  মাঝে চাল বিতরণ চলছিল। ওই সময় চরপাতা ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা হাসিম লোকজন নিয়ে  ইউনিয়ন পরিষদে গিয়ে উপস্থিত মেম্বারদের গালিগালাজ করতে থাকে। এসময় ৯ নং ওয়ার্ডের সদস্য কাজল ইসলাম বীরের ছেলে কবির বীর ও উপস্থিত জেলেরা প্রতিবাদ করলে হাসিমের সঙ্গে জেলেদের বাগবিতণ্ডা হয়। এঘটনার পর কবির বীর এলাকার জেলেদের নিয়ে ইউনিয়ন পরিষদের পাশে কাজিরহাট বাজারে গেলে সেখানে হাসিম ও তার ভাই আকবরের  নেতৃত্বে ১০/১৫ জন জেলেদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

আহত কবির বীর জানায়, হাসিম লোকজন নিয়ে পরিষদে গিয়ে জোর করে চাল নিতে চাইলে ইউপি সদস্য  ও জেলেরা প্রতিবাদ করে।  এ ঘটনার জেরে হাসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়।

চরপাতা ইউনিয়ন পরিষদেরপ্যানেল চেয়ারম্যান ছলেমান পাটোয়ারী বলেন, এর আগে গত বুধবার হাসিম পরিষদে এসে জোর করে  চাল নিয়ে যায়। আজও লোকজন নিয়ে পরিষদে এসে মেম্বারদের  গালমন্দ করে চলে যায়। পরে কাজিরহাট বাজারে মারামারি  হয়।

এ ব্যাপারে হাসিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন,  এ বিষয়ে কোনো অভিযোগ  পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০