• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডিআইজি নূরুল ইসলামসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

২৮ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৩:২৪

ডিআইজি নূরুল ইসলামসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জের সৈয়দ পরিবারের তিন ভাইসহ পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতার নামে মামলা দায়ের করা হয়েছে। পিবিআই-কে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির বিএনপি নেতা আলম ঝাপড়া হত্যাকাণ্ডের পর তার ভাইয়ের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণসহ লুটপাটের অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেছেন আলম ঝাপড়ার ভাইয়ের স্ত্রী মোসা. হিরা বেগম।

আবেদনে আসামি করা হয়েছে শিবগঞ্জ পৌরসভার সৈয়দ পরিবারের তিন ভাই ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি নূরুল ইসলাম, সদ্য বদলি হওয়া শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখার এসআই আসগার আলী, সাবেক উপজেলা চেয়্যারম্যান নজরুল ইসলাম, সাবেক পৌরসভা মেয়র মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল খানসহ ৩৯ জনকে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুল আলী নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোসুন্দরপুর-ঝাপড়াপাড়ার ভুক্তভোগী বাবুল আলীর স্ত্রী মোসা. হিরা বেগম বাদী হয়ে ২৭ আগস্ট মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত (শিবগঞ্জ) এই আবেদন দায়ের করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়ের করা আবেদনে বলা হয়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বাদীর স্বামী মো. বাবুল আলী তার সহোদর ভাই বিএনপি নেতা আলম ঝাপড়াকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিসহ পূর্বের জের ধরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় গত ১৭ এপ্রিল তারা হাসুয়া, লাঠি, কাতা, লোহার রড, ককটেল ইত্যাদি নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট করে। এতে সব মিলিয়ে ২৮ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ‘বাদীর অভিযোগটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত পিআইবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০