নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বন্যাকবলিত এলাকাগুলো থেকে একটু একটু করে পানি নামতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অন্তত সপ্তাহখানেক লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আজ ২৮ আগস্ট বুধবার সকোলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা, রায়কোট উত্তর-দক্ষিণ ইউপিসহ বিভিন্ন এলাকায় দুই ফুট পানি কমেছে। তবে কিছু এলাকায় এখনও পানি স্থিতিশীল রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে পানি নেমে যাবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পানি কমলেও স্বস্তিতে নেই বন্যাকবলিত এলাকার মানুষজন। গত কয়েক দিনে সড়কের অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি বন্যাপরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন দুর্গতরা। ইতিমধ্যে বন্যাকলিত মানুষের পায়ে এলার্জিসহ বিভিন্ন রোগের দেখা দিয়েছে।
নাঙ্গলকোটের পূর্বাঞ্চলে কিছুটা পানি কমে যাওয়ায় আত্মীয়-স্বজনের বাড়ি ও আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available