• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহেশখালীতে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা

২ এপ্রিল ২০২৩ সকাল ১০:৩২:০৭

মহেশখালীতে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সাইফুল ইসলাম সায়েফ, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: বর্তমানে দ্বীপ উপজেলা মহেশখালীতে চলছে লবণের ভরা মৌসুম। আবহাওয়া ভালো থাকায় লবণ উৎপাদনও হচ্ছে বেশি। এ অবস্থায় ৮ কানি লবণ মাঠের সব গুলো পলিথিন কেটে ‘অর্ধ ফুটন্ত’ ১০০ শত মন লবণ নষ্ট করে ফেলেছে।

৩০ মার্চ শুক্রবার মধ্যরাতে উপজেলা হোয়ানক ইউনিয়ন এর রাজুয়ার ঘোনার পশ্চিমে ফাটা ঘোনা নামক জায়গায় স্থানীয় বর্গাচাষী নাছির উদ্দীনের চাষাবাদের লবণ মাঠের পলিথিন কেটে দেয় দুর্বৃত্তরা।

চাষী নাছির উদ্দীন জানান, পূর্ব শত্রুতার জেরে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে। যে জমির পলিথিন কেটে দিয়েছে  সেখান থেকে প্রতি ২দিন পর পর ৫০ মন লবণ উৎপাদন হচ্ছে। পলিথিন কেটে দেওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

সরেজমিনে গিয়ে তার অভিযোগের সততা মিলেছে।  প্রায় ৮ কানি লবণ মাটের সল্ট বেড়ে বিছানো সব গুলো পলিথিন কেটে টুকরো টুকরো করে দিয়েছে দুর্বৃত্তরা। কিছু সল্ট বেড়ে এখনো লবণের ক্ষণা সাদা হয়ে আছে।

পার্শ্ববর্তী লবণ মাঠের চাষাীরা বলেন,  ৩০ মার্চ শুক্রবার সন্ধ্যার আমরা মাঠের কাজ শেষ করে বাসায় ফিরি। তখনও পলিথিন গুলো অক্ষত অবস্থায় ছিল। সকালে এসে দেখি সব পলিথিন কাটা। রাতের আঁধারে লবণ মাঠে সল্ট বেড়ে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫