• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:৪৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:৪৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় বন্যায় ১২ কোটি টাকার মাছ ভেসে গেছে

২৮ আগস্ট ২০২৪ দুপুর ০২:০৫:৩৫

আখাউড়ায় বন্যায় ১২ কোটি টাকার মাছ ভেসে গেছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘আমার ৭টি পুকুরের সব মাছ পানিতে ভেসে গেছে। একটি মাছও রাখতে পারিনি। আমি শেষ হয়ে গেছি। ঋণ করে মাছ চাষ করেছিলাম। এখন কি করে ঋণ পরিশোধ করবো, চিন্তায় আছি।’ এ কথাগুলো বলছিলেন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেব নগরের মৎস্য খামারি সোহাগ মিয়া।

রহিমপুর গ্রামের ইবরাহিম মিয়া বলেন, আমাদের ৩টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। কিছুই আটকাতে পারিনি। কীভাবে এ ক্ষতি পোষাবো বুঝতে পারছি না।

সোহাগ মিয়া, ইবরাহিম মিয়ার মত বহু মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বানের জলে ভাসিয়ে নিয়ে গেছে তাদের স্বপ্ন। আয় রোজগার বন্ধ হয়ে পথে বসার উপক্রম হয়েছে তাদের। এ ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন এ নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে না তাদের।

গত ২০ আগস্ট মঙ্গলবার রাতে অতি বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে আখাউড়া উপজেলায় বন্যা দেখা দেয়। প্রায় ৪০টি গ্রামের সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে যায়। ভেসে যায় পুকুর, জলাশয়ের মাছ। বন্যার পানি ক্ষতি করেছে বহু মানুষের। নষ্ট হয়েছে বহু সম্পদ।

বন্যার পানিতে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ শতাধিক পুকুর তলিয়ে যায়। ভেসে যায় পুকুরের মাছ। আকস্মিক বন্যায় ১২ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে মৎস্য অফিস।

সোহাগ মিয়া আরও বলেন, আমার ৭টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। দশ পনের দিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। আমার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে। সব কিছু হারিয়ে এখন আমি দিশেহারা। আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি। এখন কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতে পারছি না। সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

আব্দুল্লাহ পুর গ্রামের মোবারক চৌধুরী বলেন, আমার ২২০ শতকের ৩টি পুকুরের মাছ ভেসে গেছে। আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি ঋণ করে টাকা এনেছিলাম। এখন ঋণ শোধ করবো কীভাবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, বন্যায় আখাউড়ায় ১২ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে তথ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের তালিকা করে মৎস্য অধিদপ্তরে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত খামারীদেরকে বিনামূল্যে মাছের পোনা ও মাছের খাদ্য প্রদান করা এবং সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছি। যদি মঞ্জুর হয় তাহলে ক্ষতিগ্রস্ত চাষিকে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩