বাগেরহাট প্রতিনিধি: দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের পাইকগাছা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি দুইশ পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা গ্রুপের খুলনা সাহায্য ফাউন্ডেশন।
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত হওয়ায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং চলমান বন্যা মোকাবিলায় পাইকগাছা ও হরিণ খোলা এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
খুলনার পাইকগাছা ইউনিয়নে হরিণ খোলা গ্রামে দুইশ পরিবারকে মুরি, চিড়া, গুড়, পানি, মোমবাতি, ওরস্যালাইন, বিস্কুট ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে আমাদের খুলনা গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ও আজকের দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। আমরা শুধু চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available