নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় সামাজিক বনায়ন নিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার সকালে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফারহান লাবীব জিসান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশীদ খান, ভালুকা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম, কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী, বনের দাবিকৃত জায়গায় বসবাসরত স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগীদের উপকারিতা, বনের চারা রোপণের ক্ষেত্রে মামলার জটিলতা, জমির কাগজপত্র নিয়ে জটিলতা আছে, বসবাসের ঘরবাড়ি, ঘরবাড়ির আঙিনা ইত্যাদি জায়গা বাদ রেখে বনের অন্যান্য জায়গায় সামাজিক বনায়ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
পরে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে বনায়ন করার বিষয়ে আশ্বস্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available