ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ২০২৪/২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দেশীয় প্রজাতির রুই জাতীয় পোনামাছ মজুতের লক্ষে নির্বাচিত বিভিন্ন জলাশয় ও প্লাবনভূমিতে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুবীর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলার সিনিয়র মৎস্য দপ্তরের সহকারী পরিচালক ওমর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মরশেদ হাসানসহ বিভিন্ন জলাশয়ের সুফলভোগী ও প্রতিনিধিগণ।
এদিন উপজেলার নির্বাচিত ৯টি জলাশয়ে ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available