• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৩:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৩:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় মহিলা কলেজের বিতর্কিত সেই অধ্যক্ষের পদত্যাগ

২৮ আগস্ট ২০২৪ বিকাল ০৫:০৫:১৫

আখাউড়ায় মহিলা কলেজের বিতর্কিত সেই অধ্যক্ষের পদত্যাগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: অবশেষে সমালোচনার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ তানিয়া আক্তার পদত্যাগ করেছেন।

২৭ আগস্ট মঙ্গলবার বিকালে কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের স্ত্রী আলোচিত তানিয়া আক্তার। তিনি ওই কলেজের সহকারী লাইব্রেরিয়ান হয়েও কলেজের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা স্বামীর প্রভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছিলেন। এ নিয়ে গত ২১ আগস্ট এশিয়ান টেলিভিশনের অনলাইনে ‘আখাউড়ায় আওয়ামী লীগ নেতার লাইব্রেরিয়ান স্ত্রী কলেজের প্রিন্সিপাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। কলেজটি সাবেক আইনমন্ত্রীর আনিসুল হকের মায়ের নামে প্রতিষ্ঠিত। কলেজের সভাপতি ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন।

জানা যায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জাহানারা হক মহিলা কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. শাহাজাহান মিয়া মৃত্যুবরণ করেন। তখন কলেজ কমিটি ১১ জন প্রভাষকের কাউকে অধ্যক্ষের দায়িত্ব না দিয়ে লাইব্রেরিয়ান তানিয়া আক্তারকে দেন। আওয়ামী লীগ নেতার স্ত্রী হওয়ায় শিক্ষকরাও কিছু বলতে পারেননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিষয়টি নিয়ে কলেজের প্রভাষকরা সোচ্চার হয়। তারা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। এরই প্রেক্ষিতে এ পদত্যাগ।

এ ব্যাপারে কলেজ পরিচালনায় আহ্বায়ক কমিটির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো. ইলিয়াস মুন্সী বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেছেন। কলেজের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির কাছে পদত্যাগ পত্র নিয়ে যাবো। ইউএনও ম্যাডামের পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫