• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৮:০৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৮:০৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে নকল নবিশদের মানববন্ধন

২৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:৪০

কালাইয়ে নকল নবিশদের মানববন্ধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় নকল নবিশের চাকরি সরকারি করণের দাবিতে সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি ও মানববন্ধন করেছে। ২৮ আগস্ট বুধবার বেলা ১১টায় কালাই উপজেলা নকল নবিশ এসোসিয়েশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কলম বিরতি ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নকল নবিশ অফিসের সভাপতি এরফান মৃধা, সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সাহেব আলী, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আক্তার এবং প্রচার সম্পাদক সাব্বিরুল ইসলাম। এছাড়াও জেলা যুগ্ম সমন্বয়ক আবু মাসুদসহ আরও অনেক সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তারা নকল নবিশদের চাকরি সরকারি করার দাবিতে জোরালো বক্তব্য দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, নকল নবিশদের দীর্ঘদিনের পরিশ্রম ও অভিজ্ঞতার ভিত্তিতে তাদের চাকরি সরকারি করা উচিত, যাতে তারা নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পেতে পারে।

এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সদস্য তৌহিদুল ইসলাম, শাহানাজ পারভিন, আব্দুল আলিম, শাপলা খাতুন, ফাতেমা বেগমসহ সাব-রেজিস্ট্রার নকল নবিশ অফিসের কর্মচারীরা।

বক্তারা জানান, তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবে এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করবে। মানববন্ধন ও কলম বিরতির মাধ্যমে তারা তাদের একতা ও দাবি আদায়ের জন্য প্রস্তুতির ব্যাপারটি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০