পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ডাল উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম।
২৭ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলার আগড়ঘাটার নিজ বাড়ি থেকে চালসহ ত্রাণের মালামাল উদ্ধার করা হয়।
সাবেক সংসদ সদস্য’র বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্য’র বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ কয়েক প্রকার ত্রাণ সামগ্রী রয়েছে। উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে এমপি রশীদুজ্জামান পলাতক রয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে উপজেলা গোডাউনে রাখা হয়েছে। বিষয়টি লিখিতভাবে জেলা ত্রাণ কর্মকর্তাকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available