ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নানা অভিযোগ তুলে ২২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন দি একমি ল্যাবরেটরি লিমিটেড নামের ওষুধ কারখানার শ্রমিকরা। ২৮ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ওই কারখানায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, যথাযথ ছুটি দেওয়া, খাবারের মান বৃদ্ধিসহ ২২ দফা দাবিতে তারা আন্দোলনে নামেন। দৈনিক ভিত্তিতে কাজ করছেন তারা। হাজিরা দিনপ্রতি ৩০০ টাকা করে। কোনো মাসে ৮,০০০ বাঁ কোনোমাসে আরও কম বেতন পাই। এই অর্থে ঘর সংসার চালানো কঠিন। তাই বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি বলছিল এক শ্রমিকরা।
তারা আরও জানান, শিফট অনুযায়ী কাজ করতে হয়। রাতে ছুটি হয় ১০টা ২০ মিনিটে। বাড়ি ফিরতে অনিরাপত্তা বোধ করি। এছাড়া খাবারের টাকাও কম দেওয়া হচ্ছে। নিয়োগ স্থায়ী করা হয় না নিয়মিতভাবে। ইনক্রিমেন্টেও বৈষম্যের শিকার হতে হয়। তাই আমরা একত্র হয়ে আন্দোলনে নেমেছি।
এদিকে এ আন্দোলনের জেরে কারখানার বাইরে অবস্থান নেয় ধামরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল। বিকেল ৪টার দিকে কর্তৃপক্ষ শ্রমিকদের কিছু দাবি মেনে নেয়। এরমধ্যে রয়েছে- চাকরি স্থায়ীকরণ করা হলে ১৬,০০০ হাজার টাকা বেতন, ছয় মাস পর ক্যাজুয়াল বেতন ১২,০০০ টাকা বৃদ্ধিকরণ ও ডেইলি বেসিক ৩০০ টাকা থেকে ৫০০ টাকায় উন্নীতকরণ করা হবে।
এছাড়া বাকি দাবিও পরবর্তীতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। এ বিষয়ে মুঠোফোনে কল দিলেও দি একমি ল্যাবরেটরি লিমিটেডের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available