খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় সরকার। এ তথ্য নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমীন।
২৮ আগস্ট বুধবার বেলা সাড়ে তিনটার দিকে পদত্যাগ পত্র অধ্যক্ষের কাছে জমা দেন তিনি। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও আন্দোলনকারী ছাত্ররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৪ আগস্ট কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার এক দফা দাবি আদায়ের মিছিলের বিরুদ্ধে গিয়ে উপাধ্যক্ষ বিনয় সরকার পুলিশ ও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর বিনয় সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা অবস্থান নেয়। ছাত্র-জনতার অবস্থান রুখে দিতে তিনি কথিত এক সমন্বয়ককে ১৫ হাজার টাকাও দেন।
টাকা দেওয়ার একটি অডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। এসব নিয়ে তার বিরুদ্ধে ২৮ আগস্ট বুধবার দুপুরে ছাত্রদের একটা গ্রুপ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে যায়। সেসময় অধ্যক্ষের কক্ষে উপাধ্যক্ষ বিনয় সরকার উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ছাত্ররা উপাধ্যক্ষ পদ থেকে পদত্যাগের দাবি তুলে তাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকেন। তখন ছাত্রদের তোপের মুখে সাদা কাগজে পদত্যাগপত্র লিখে অধ্যক্ষের কাছে জমা দেন তিনি।
কলেজ সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে বিনয় সরকার কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তার মধ্যে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বেও ছিলেন তিনি। সে সময় থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available