নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট বন্যার পানিত প্লাবিত হওয়া অঞ্চলের দুর্গত মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের কুমিল্লা দিক্ষণ জেলা শাখা। উপজেলার দক্ষিণ অঞ্চলের সাতবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজখবর নেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান।
২৮ আগস্ট বুধবার নাঙ্গলকোট উপজেলা সফরকালে বন্যার্ত মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন এ নেতা।
অ্যাডভোকেট শাহজাহান বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। যত দিন এ দুর্যোগ থাকবে, তত দিন জামায়াত-শিবির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক মিজানুর রহমান, জেলা মজলিসে শুরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা আমির মাওলানা এস এম মহিউদ্দিন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি হারুনুর রশিদ, অফিস সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহআলম চিশতি, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উল্লাহ মুন্না, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শিবির নেতা এ কে আজাদ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available