রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ‘করলে জাটলা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়েছে।
২ এপ্রিল রোববার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা টাউন হল অডিটোরিয়ামে জাটকা সংরক্ষণ সপ্তাহ’র ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
অনুষ্ঠানে ইলিশ সম্পদ রক্ষায় জনসচেতনতা তৈরি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামুলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিকপদ সম্পাদক হামিদুর রহমান টিপু, দৌলতখান থানা ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেলসহ মৎস্য প্রতিনিধি বৃন্দ।
২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available